শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

তীব্র যানজটে দিশেহারা পুরান ঢাকাবাসী 

মিলন হোসেন 

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২  

(বুধবার) দুপুর সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটায়  প্রতিবেদন লেখা পর্যন্ত সরজমিন গিয়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা যায়। 

ইসলামেপুরের ফল ব্যবসায়ী জনাব খালেকুজ্জামান বলেন, রমজান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের ফলমূলের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। বাজারে ফলের চাহিদাকে সামনে রেখে অতিরিক্ত ট্রাক বোঝায় ফলের গাড়িগুলো আনলোড করতে বেশি সময় লাগছে, এজন্য ট্রাকগুলো রাস্তায় দীর্ঘক্ষন ধরে দাড়িয়ে থাকায় সদরঘাট সহ আশেপাশের রাস্তায় যানজট বৃদ্ধি পেয়েছে। 

এদিকে রমজানে অতিরিক্ত ক্লাস থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিতভাবে আসতে হচ্ছে ক্যাম্পাসে। কিন্তু আসন্ন রমজান শুরু হতে না হতেই সদরঘাটগামী বাসগুলোর লাগামহীন চলাচল এবং মাঝ রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য দীর্ঘ হচ্ছে পুরান ঢাকার যানজটের লাগামহীন চিত্র। 

 

সেই সঙ্গে জজকোর্ট, ঢাকা মহানগর দায়রাজজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, (সিএমএম) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টসহ বিভিন্ন অফিস - আদালত খোলা থাকায় নিয়মিত মামলার সাথে অতিরিক্ত মামলা পরিচালনা করার জন্য বাড়তি আসামিকে নিয়ে পুলিশ অতিরিক্ত গাড়ি নিয়ে আসায় আরও দীর্ঘ হচ্ছে পুরান ঢাকার যানজট সমস্যা এমনটাই মনে করছেন ট্রাফিক লালবাগ জোন। 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী পাটোয়ারী বলেন, সদরঘাট মুখি বাস গুলোর বেপরোয়া চলাচল এবং রাস্তা বন্ধ করে পার্কিং করে নিজেদের মতো এলোমেলো ভাবে দাড়িয়ে থাকে। যার ফলে আমাদের ক্যাম্পাসের বাস সমূহ নিয়মিত সময়ে ক্যাম্পাসে আসতে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে সময়ে ছেড়ো যেতে এবং আসতে পারছে না। 

মিরপুরের পাঠাও চালক জনাব সরোয়ার মিয়া বলেন, নয়াবাজার এবং তাঁতী বাজার মোড় এর অতিরিক্ত মাওয়াগামী গাড়িগুলো আসার ফলে সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে একেবারে। পুরান ঢাকায় ব্যস্ততম রাস্তার মোড়ে খাবারের দোকান বসেছে এবং ফুটপাতসহ আশেপাশে সবগুলো জায়গায় বাড়তি দোকান বাসায় সংকীর্ণ হয়ে গেছে রাস্তাগুলো। আগে মিরপুর যেতে সময় লাগতো সদরঘাট থেকে দেড় ঘন্টা এখন একই রাস্তায়  সময় লাগছে তিন থেকে সাড়ে চার ঘন্টা। 

এ বিষয়ে ট্রাফিক লালবাগ জোনের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও সংযোগ স্থাপন করা যায়নি।
 

এই বিভাগের আরো খবর